রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন তালুকদার মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মহিউদ্দিন তালুকদার মোহন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে এলাকায় নানা অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনেরও অভিযোগ আছে। যা সেই সময়ে দেশব্যাপী আলোচিত হয়।
তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, তাকে থানা ভাঙচুর ও মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দু’টি ওয়ারেন্ট জারির মামলা এবং দু’টি নিয়মিত মামলা আছে।











