রাঙ্গুনিয়ায় হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার, সনদ বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর সকালে উপজেলা হালিম লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে বৃত্তির পরিচালক নাসির উদ্দীন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিইডি রাঙামাটি পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী আহমদ শফি।
সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর আলকাদেরী, সিআইপি কোরবান আলী। পরীক্ষা উপ-পরিচালক রবিউল মোস্তফা রাফির সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন হালিম- লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সমন্বয়ক রবিউল হোসাইন মুন্না। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী খলিলুর রহমান, উপদেষ্টা করিম উদ্দিন হাছান, মুফতি সাইফুল ইসলাম, মাহমুদুর রশিদ মাসুদ, সংগঠক দিদারুল আলমপ্রমুখ। অনুষ্ঠান শেষে ২০২৩ সালে অনুষ্ঠিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ৯ জন ট্যালেন্টপুল, ৪২ জন প্রথম গ্রেড, ৫৭ জন সাধারণ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা।