রাঙ্গুনিয়ায় সেগুন কাঠের গাড়ি আটক

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও বনবিভাগের অভিযানে আবারও অবৈধ সেগুন কাঠবাহী একটি গাড়ি আটক করা হয়েছে। ২২ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা কাজীরবাজার (চিতাখোলা) এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সেগুন কাঠবোঝাই একটি পিকআপ পূর্ব সরফভাটা হয়ে অন্যত্র পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বনবিভাগ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। তবে অভিযানের সময় কাঠ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে জানা গেছে। আটক গাড়ি ও কাঠ জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত কাঠের বাজারমূল্য দেড় লক্ষ টাকা।
সত্যতা নিশ্চিত করে বনবিভাগের রাঙ্গুনিয়া ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান বলেন, “অবৈধভাবে কাঠ পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত কাঠ ও গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।