রাঙ্গুনিয়ায় সাত লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ২৪ অক্টোবর সকালে পৌরসভা গোডাউন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান, পোমরা বন স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান পলাশ, পোমরা বিট কর্মকর্তা, নারিশ্চা বিট কর্মকর্তার নেতৃত্বে রাঙ্গুনিয়া সেনাক্যাম্প সদস্যদের সহযোগিতায় গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত কর্ণফুলী নদীর গোডাউন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযান চলাকালে চোরাইকাঠ পাচারকারীরা পালিয়ে যায়। এসময় ৩৩৫ টুকরা সমান ৩১৬.৪৫ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে জানা গেছে। জব্দকৃত কাঠ রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় বিভাগীয় বন মামলা করা হয়েছে।