রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় কাঠবোঝাই চাঁদের গাড়ি (জিপ) ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের কালুগোট্টা এলাকার বাসিন্দা মো. হোসেনের পুত্র মোহাম্মদ ফোরকান (৪৫)। আহতরা হলেন সাতকানিয়া এলাকার মো. পারভেজ। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাঙ্গুনিয়া মডেল থানার এসআই আখতার হোসেন বলেন, সিএনজিটি কাপ্তাইয়ের দিকে এবং চাঁদের গাড়িটি রোয়াজারহাটের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে চাঁদের গাড়িটি উল্টে সিএনজির ওপর পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ও দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে একজন মারা যায়।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠের টুকরো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। চাঁদের গাড়ি ও সিএনজিটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।