রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। নিহতের নাম মো. হোসেন (৫৫)। তার বাড়ি দক্ষিণ রাজানগর ইউনিয়নের দেওয়ান বাজার গ্রামে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি ঠান্ডাছড়ি পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্শার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্শা চালক বিজয় কর্মকার (৪৭), যাত্রী মো. হোসেন (৪৭) ও অজ্ঞাত ১ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মো. বারেক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে মো. হোসেন ঘটনাস্থলে মারা যান।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. হেবজুর রহমান বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।