রাঙ্গুনিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

2

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে আল্-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি চন্দ্রঘোনা লিচুবাগান শাখার উদ্যোগে ব্যাংক মিলনায়তনে চারা বিতরণ করা হয়। বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুল হান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল ইসলাম। ব্যাংক’র প্রিন্সিপাল অফিসার মাহমুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া সুন্নিয়া ফাজিল এর অধ্যক্ষ(চ.দা.) মাওলানা এ এম নছিমুদ্দীন কওছর, চন্দ্রঘোনা আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ শাহানা আক্তার, দ্যা রাইজিং সান কেজি এন্ড হাইস্কুলের সভাপতি মহিউদ্দিন রোকন, অধ্যক্ষ রবিউল হোসেন মামুন, তৈয়্যবিয়া তাহেরিয়া নুরুল হক জরিনা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বদরুল হাসান, আল্কাছ তালুকদার, মো. আবদুল মাবুদ তালুকদার, ক্বারী মো. রফিক প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ২০০ ফলজ, বনজ ও ওষুধি চারা বিতরণ করা হয়।