রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফকিরাটিলা নতুনপাড়া জামে মসজিদ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছে জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশন। শনিবার (৫ জুলাই) দুপুরে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার এই অনুদান হস্তান্তর করেন। এ উপলক্ষে মসজিদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্পূর্ণ মসজিদ নির্মাণে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়া রাঙ্গুনিয়ার মানুষের সুখেদুঃখে সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান। এ সময় পদুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল্লাহ কাইছার দুলু ও সদস্য সচিব ডাঃ শায়ের আহম্মেদ সহ পদুয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিলক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রোকন উদ্দিন টিপুর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় অধ্যাপক কুতুব উদ্দিন বাহার দলের দুঃসময়ে টিপুর অবদান ও ত্যাগের কথা তুলে ধরে তার পরিবারের পাশে থাকবেন বলেও জানান।
সভায় সভাপতিত্ব করেন শিলক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালেব বানু। শিলক ইউনিয়ন যুবদলের আহবায়ক এবিএম আজম খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক, সদস্য গাজী মোহাম্মদ আইয়ুব, উত্তর জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সরফভাটা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নাছির উদ্দীন, কোদালা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব জাহাঙ্গীর মোস্তফা, চন্দ্রঘোনা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, ফুজলুল হক, ইসমাইল হোসেন, হাসেম, আমিনুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর সওদাগর, যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী নূর তালুকদার মনি, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুবদল নেতা মো. আজম, মো. মিজান, মো. ফোরকান, মো. এরফান, মো. মাসুদ, মো. কাঞ্চন, মো. দিদার মেম্বার, নুরুল আবছার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মুসলিম, মো. ওয়াহিদ, মো. সিরাজ, মো. সেলিম, নাজের, ছাত্রদল নেতা মীর জোবাইদুল ইসলাম রনি, মো. কাইয়ুম, মো. ইমরান, মো. শওকত, মো. মুসাফির, মো. রাসেল প্রমুখ।