রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে হত্যা

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দারকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবুউ মারমা (৩৮) সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।
জানা যায়, সে গতকাল স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুর বাড়ি যায়। স্ত্রীকে বাপের বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দারকুল এলাকায় এলে অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে বিয়ে করেছিল বরখোলা পাড়ার শিবুউ মারমা। সে গতকাল স্ত্রীকে নিয়ে পদুয়া হয়ে চন্দ্রঘোনা থানার রাইখালী নারানগিরি শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তাদের দাবি, সরফভাটার একাধিক মামলার আসামি তার এক ব্যবসায়িক পার্টনার গতকাল সকালে রাইখালী নারানগিরি শ্বশুর বাড়ি থেকে শিবুউ মারমাকে মোবাইলে ডেকে এনে সরফভাটা কাইন্দারকুল এলাকায় গুলি করে হত্যা করেছে।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বুকের কাছে একটু গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।