রাঙ্গুনিয়ায় মোরশেদ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৪” এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়ার শিক্ষক এম মোরশেদ আলম। তিনি উপজেলার মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার যুগ্ম সম্পাদক। ৫ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর সদস্য সচিব মো. হিন্দোল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ছাড়াও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এম মোরশেদ আলম ২০০৮ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। তার এই অর্জনে বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।