রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে উপজেলার কোদালা ইউনিয়নের সন্দ্বীপ পাড়া এলাকা থেকে তিন নারীকে ৯০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয় এবং জব্দ করা হয় একটি সিএনজি অটোরিকশা। অন্যদিকে উপজেলার লালানগর ইউনিয়ন থেকে এক যুবককে ২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মাহফুজের রহমান জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার লালানগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ফকিরপাড়া বাসিন্দা মহিউদ্দিন এর ছেলে মো. আরমান ওরপে বাইল্যাকে (২৮) ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে স্থানীয় এলাকাবাসী ধরে ফেলেন। স্থানীয় মৌলভী বাড়ি থেকে তাকে ধরা হয়। এসময় তার কাছে ২৩ পিস ইয়াবা পাওয়া যায়। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে তিনি জানান।
অন্যদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গত বুধবার বিকালে উপজেলার কোদালা স›দ্বীপ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ লিটার মদসহ তিন মহিলাকে একটি সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। তারা হলেন কাপ্তাই রাস্তার মাথার বেহারী পাড়া ৪নং ওয়ার্ডের মৃত নজির আহম্মদের স্ত্রী হালিমা (৬০), রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩নং ওয়ার্ডের ফজল করিমের স্ত্রী সালমা বেগম (৫৫) এবং চন্দ্রঘোনা মিশন কুষ্ঠ হাসপাতাল ৮নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল হালিমের স্ত্রী মরিয়ম বেগম (৫৪)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।