রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় মাদক এনে না দেয়াকে কেন্দ্র করে তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা। গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওস্তা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মনির (২৫) এবং তার দুই ভাই মো. আসিফ (১৮) ও মো. আনিস (১৫)। অভিযুক্ত যুবকের নাম আবদুল বাসেক (২৮)। তিনিও একই এলাকার আবদুল গফুরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউসুফ জানান, বাসেক নামের ছেলেটি মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। এদিন রাতে আহত আনিসকে মাদক আনতে যেতে বলে সে। এতে আনিস রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে তাকে বাঁচাতে তার অপর দুই ভাই এগিয়ে এলে অভিযুক্ত যুবক ধারালো অস্ত্রের সাহায্যে তিনজনকেই কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে কোনোরকমে প্রাণে রক্ষা পান তারা। এসময় অভিযুক্ত বাসেক পালাতে চাইলে উত্তেজিত জনতা তাকে বেধড়ক গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ওমর আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত বাসেককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পুলিশের তত্ত্বাবধানে তাকে মেডিকেলে পাঠানো হয়। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।