রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক সড়কের পাশের খুঁটিকে ধাক্কা মেরে খাদে পড়ে গেছে। এতে খুঁটিটি ভেঙে গিয়ে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ভাগ্যক্রমে ট্রাক ড্রাইভার প্রাণে রক্ষা পেলেও খুঁটি ভেঙে তার বিচ্ছিন্ন হওয়ায় আশেপাশের পাঁচ গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এদিন রাতে চট্টগ্রাম শহর থেকে পাথরবোঝাই একটা ট্রাক মরিয়মনগর যাচ্ছিল। পথে ইছাখালী মোহাম্মদপুর এলাকায় এলে একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পড়ার সময় সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে উপড়ে পড়ে। ফলে খুঁটির উপরে তার ছিঁড়ে গিয়ে আগুন ধরে যায় এবং আশেপাশের গ্রামগুলো বিদ্যুৎহীন হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের ইনচার্জ জাহেদুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড়ধরনের দুর্ঘটনার আশংকা থাকলেও ভাগ্যক্রমে তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি।
রাত সাড়ে দশটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, খাদে উল্টে পড়ে রয়েছে ট্রাকটি। বৈদ্যুতিক খুঁটিটি উপড়ে কয়েক ফুট দূরে পড়ে গেছে। উপরের সব তার ছিঁড়ে গেছে। ইছাখালী থেকে গোচরা বাজার এবং এর আশেপাশের গ্রামগুলো বিদ্যুৎহীন হয়ে রয়েছে। পাশের খুঁটিগুলোতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুতের কর্মীদের কাজ করতে দেখা গেছে। ট্রাকের ভেতর ড্রাইভার ছাড়া কেউ ছিলো না বলে জানান এবং তিনি অক্ষত আছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. কামাল হোসেন বলেন, তার ছিঁড়ে যাওয়ার পর তাৎক্ষণিক মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে আশেপাশের গ্রামে সকালের দিকে মেরামত করে সংযোগ দিতে হতে পারে।