রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

3

রাঙ্গুনিয়া প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে ২০ আগস্ট সকালে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন প্রশিকার পরিচালক এ কে এম কামরুজ্জামান, উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিন, এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম, রাঙ্গুনিয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাহেদ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম প্রমুখ।
বিতরণকৃত গাছের চারার মধ্যে ছিল- আমলকি, আম, আমড়া, অর্জুন, জলপাই, কৃষ্ণচূড়া, কাটবাদাম, বয়রা, কাঁঠাল, জাম, ঢাকি জামসহ বিভিন্ন প্রকারের প্রায় ২০০ চারাগাছ।