লায়ন্স ক্লাব অব চিটাগাং রোদসীর উদ্যোগে অক্টোবর সেবামাস উপলক্ষে গত ১৭ অক্টোবর রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটা গ্রামের মীর আফাস চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন কবিতা রানী শর্মা ও ক্লাব সেক্রেটারি লায়ন শিল্পী আচার্য্যরে সার্বিক আয়োজনে সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ। অতিথি ছিলেন জিএসটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন ড. শ্রীরাম আচার্য্য এমজেএফ, লায়ন সমীর কান্তি মহাজন, পশ্চিম সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নূর মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি নূরুল ইসলাম বেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন, চিকিৎসা সেবা কমিটির আহবায়ক ডা. এসএম ফজল, সদস্য সচিব আবুল ফজল চৌধুরী, সদস্য আবুল কালাম চৌধুরী প্রমুখ। চিটাগং লায়ন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও পশ্চিম সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত সেবা কার্যক্রমের মধ্যে ছিল- চক্ষু পরীক্ষা, বøাড গ্রæপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা ও জেনারেল চিকিৎসা। চক্ষু পরীক্ষায় ৩১ জনের ছানি অপারেশন রোগী চিহ্নিত করা হয় যা পরবর্তী সময়ে রোদসী ক্লাবের তত্ত¡াবধানে চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি











