রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড টাস্কফোর্স এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানি বলেছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে সেনাবাহিনী সদা তৎপর রয়েছে। কোথাও নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে সেনা সদস্যরা কঠোর হাতে দমন করবে। ১০ অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকায় পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের শুরুতে রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান ১৬২ পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কমান্ডারকে অবহিত করেন। মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন টাস্কফোর্স-৪ এর কর্নেল মোহাম্মদ এমরান ইসলাম ভূঁইয়া, রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব, ক্যাপ্টেন ফাহিম, সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ন কবির, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা শামীমা আকতার প্রমুখ।-রাঙ্গুনিয়া প্রতিনিধি