রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সম্পূর্ণা সাহা মিমি (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহাজন বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ৪নং ওয়ার্ডের সুশীল ডাক্তার বাড়ির গার্মেন্টসকর্মী লিটন সাহার মেয়ে ও রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী। তার মা সুমি সাহাও একই স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গেছে।
জানা যায়, কিছুদিন আগে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে যায় মিমি। মায়ের সাথেই সে প্রতিদিন স্কুলে আসা-যাওয়া করতো। গতকাল তার মা আগেই স্কুলে চলে গিয়েছিল। অন্যদিকে ছোট্ট মিমি নিজেই বরাবরের ন্যায় পুকুর গোসলে নেমে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে পুকুর পাড়ে বসে মগের সাহায্যে গোসল করে। সম্ভবত সে গোসলে নেমে সবার অগোচরে পা পিছলে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী তার নিথর দেহ ভেসে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে সে ছোট সন্তান ছিল।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. ইসমাইল হুসাইন জানান, মিমিকে আনার আগেই পথেই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পানে তার মৃত্যুর কারণ।











