রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে দক্ষিণ পাড়া মসজিদের পুকুরে পানিতে ডুবে মারা গেছে তিন শিশু। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় উত্তর পারুয়া গ্রামের ২নং ওয়ার্ডের হাজী আনু ময়িার বাড়ির স্থানীয় একটি পুকুরে এই ঘটনা ঘটে।
মর্মান্তিকভাবে মৃত্যুবরণকারী তিন শিশু হচ্ছে মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং ৮নং ওয়ার্ডের শাহাব্দী নগর গ্রামের নো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।
নিহত শিশু সুমাইয়া আক্তারের বাবা মো. রাজু কান্না করতে করতে জানান, আমাদের বাড়ির পাশের পুকুরে প্রতিদিন বিকালে খেলাধুলা করে ছেলে-মেয়েরা। আমি বাড়িতে ছিলাম না। আমার মেয়ের পানিতে পড়ার বিষয়টি আমার এক চাচাতো ভাই মুঠোফোনে আমাকে জানায়। আমার মেয়েটি আমার খুব আদরের ছিল। প্রতিদিনের নানা বায়না-আবদার আমাকে পূরণ করতে হতো, আমার সুখ ছিল সে। আজকে তার জন্য একটা লাল জামা আনার জন্য বলেছিল। দোকানে কিনতে যাব- সেই মুহূর্তে এই খবর আমার সব শেষ হয়ে গেল।
নিহত আরেক শিশু হাবীবা আক্তারের শোকেকাতর বাবা মো. কালু জানান, তারা যখন পুকুরের পাশে খেলছে আমরা তখন ঘরে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে ঘরের সামনে দেখি মেয়ের নিথর দেহ পড়ে আছে….।
পারুয়া ইউপির চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, বিকেলে খেলার ছলে তারা তিনজনই বাড়ির পাশে পুকুরে যায়। তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।একই দিন একই সময়ে একই স্থানে তিনটি নিস্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, তিন শিশু পানিতে ডুবে মূত্যুর সংবাদ ডেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারগুলোর আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।