রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় এক যুগ আগের একটি খুনসহ ডাকাতি ও দুইটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টাগ্রামের সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে শান্তিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম জাহাঙ্গীর (৪৭)। তিনি উপজেলার পোমরা ইউনিয়নের খতিবপাড়া এলাকার মৃত অছি মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে শান্তিরহাট বাজার থেকে আটক করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, র্যাব সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।