রাঙ্গুনিয়া প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় জুলুস (শোভাযাত্রা) ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা (উত্তর) গাউসিয়া কমিটির আয়োজনে ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহযোগিতায় জুলুসটি (শোভাযাত্রা) তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে রাণীরহাট-মরিয়মনগর সড়কে ইসলামপুর গাবতল, চট্টগ্রাম রাঙামাটি সড়ক, কাপ্তাই সড়ক, চন্দ্রঘোনা লিচুবাগান হয়ে হোছনাবাদ দক্ষিণ নিশ্চিন্তাপুর সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। উপজেলা (উত্তর)গাউসিয়া কমিটির সভাপতি গাজী আবুল কালাম বয়ানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক এম এ মান্নান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী আলকাদেরী। মাদ্রাসার অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া ও উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি জমির উদ্দিন মাস্টার, সহ দাওয়াতে খায়র সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোফরানুল হক, মাদ্রাসার পরিচালনা কমিটির মির্জা ওমরা মিয়া, লোকমান কোম্পানি, জুলুস পরিচালনা কমিটির আহবায়ক ওয়াকিল আহমদ তালুকদার, সাদেক নুর চৌধুরী টিপু, আব্দুল মোতালেব মাতব্বর, জুলুস প্রস্তুত কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান সওদাগর, মাদ্রাসার দাতা সদস্য ফজলুর কবির, ইলিয়াস চৌধুরী, ছালেহ আহমদ সওদাগর, মাস্টার জামাল উদ্দিন, মাওলানা নুরুন্নবী, মাওলানা ইউছুপ আনসারী, মাওলানা আদনান হোসাইন, মাওলানা আব্দুস সত্তার, মাওলানা নুরুল আবছার, মাওলানা হোসাইন প্রমুখ।