রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া দক্ষিন রাজানগর খোরশেদ তালুক এলাকায় সমাজ সেবক মরহুম নুর মোহাম্মদ সওদাগর স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হযেছে। শনিবার ( ১৭ মে) বিকালে আমির আলী ফুটবল খেলার মাঠে এ টুনামেন্টের আয়োজন করে দক্ষিন রাজা নগর সি. কে কিংস। টুনামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট বীমা কর্মকর্তা আমির মোহাম্মদ টিপু। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা দেভাষী বাজারের মা মণি ডায়াগণিষ্টিক সেন্টারের পরিচালক, উপজেলার সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ। উদ্বোধক ছিলেন দক্ষিন রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো. সেলিম সওদাগর, আবদুল কুদ্দুস (বালি) শামশুল আলম বাচা. জাসেদুল ইসলাম, আলহাজ রেজাউল করিম, এডভোকেট রাশেদুল ইসলাম তালুকদার, মো. মুছা, মোহাম্মদ হোসেন, ইদ্রিস মিয়া,শাহ আলম সওদাগর,মো. লোকমান, আলাউল হক চৌধুরী, জসিম সওদাগর,মো ইউনুস ও জামিল জনি। খেলায় বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলোড়ন ক্রীড়া সংঘ। খেলায় প্রচুর ক্রীড়ামোদি দর্শকের সমাগম হয়।