রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম এলাকায় প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. ফারুক (৪৫)। তিনি পারুয়া ইউনিয়নের হাজানি হাট মুছা কাজী সাহেবের বাড়ির মৃত মো. হারুনের ছেলে। চন্দ্রঘোনা বনগ্রাম নতুন গ্রামের ৯ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী স্বামী পরিত্যক্তা। তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। মাঝে মাঝে উপার্জিত অর্থ আসামি মো. ফারুকের কাছে জমা রাখতেন। গত ২ ফেব্রুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত রাঙ্গুনিয়ার বনগ্রাম আজিজনগর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ফারুক একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।
স্থানীয় একটি পরীক্ষাগার থেকে নিশ্চিত করা হয় ভুক্তভোগী ওই নারী ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া থানায় মামলা করা হয়। মামলার পর থেকে আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে গোচরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদর বলেন, ইতোমধ্যে ভিকটিম সুমাইয়া আক্তার (২৫) একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।











