নিজস্ব প্রতিবেদক
রাঙ্গুনিয়া উপজেলায় অনুমোদনহীন দুটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। গতকাল পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মেসার্স আব্দুল করিম ব্রিকস ও একই এলাকার মেসার্স সৌদিয়া অ্যান্ড কোং ইটভাটা দুটি সিমনিসহ কিলন গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহিদুর রহমান বলেন, অনুমোদনহীন ইটভাটা পরিচালনার অভিযোগে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।