রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের নিত্যপয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে উপজেলার লিচুবাগান বাজারে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়েছে। গতকাল রবিবার (২০ অক্টোবর) বিকালে অভিযানকালে তিন দোকানীকে ১০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজার হোসাইন। এসময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়, পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজার হোসাইন জানান, অভিযানকালে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্য দ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধবিহীন খাদ্যদ্রব্য বিক্রয় করার দায়ে ৩টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯এর সংশ্লিষ্ট ধারায় দশ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।