রাঙ্গুনিয়ায় তথ্য সংগ্রহে চালু হচ্ছে ওয়েবসাইট

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

সময়, অর্থ ও কাগজের ব্যবহার কমিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল ও সহজ করতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চালু হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে জন্ম ও মৃত্যুর একটি স্থায়ী ডাটাবেজ সংরক্ষণ রাখা যাবে। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য বিভাগ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীর মাধ্যমে দ্রæত ডাটা সংগ্রহ করতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।
ওয়েবসাইটটির মাধ্যমে উপজেলার প্রান্তিক পর্যায়ে জন্মগ্রহণ করা শিশুর ও জনসাধারণের তথ্য দ্রæত ইউনিয়ন পরিষদে চলে আসবে। তথ্য সেবাগ্রহীতার সামনে ওয়েবসাইটে ইনপুট দেওয়ার ফলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না। এতে গ্রাহকের ভোগান্তি কমবে বলে জানান সংশ্লিষ্টরা। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ওয়েবসাইটের পরীক্ষামূলক প্রয়োগ উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাথে জড়িত সকল অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান বলেন, ওয়েবসাইটটির পরীক্ষামূলক প্রয়োগ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এটি চট্টগ্রাম জেলা প্রশাসক, উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রামের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ বর্তমানে কষ্টসাধ্য। নির্ভুল তথ্য দ্রুত সময়ে প্রান্তিক জনগোষ্ঠী থেকে ওয়েবসাইটটির মাধ্যমে ইউনিয়ন পরিষদে পৌঁছানো সম্ভব। যেহেতু পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে কাজ করেন; সেহেতু তারা ওয়েবসাইটটি ব্যবহার করে ইউনিয়নে তথ্য পাঠাতে পারবেন। ওয়েবসাইটের কারিগরি সহায়তা প্রদান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়মা সিদ্দিকা সিমুকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম।
ওয়েবসাইটের পরীক্ষামূলক প্রয়োগ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জামিলা, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী, ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।