রাঙ্গুনিয়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জোন পরিচালক মু. শাহ আলম, রাঙ্গুনিয়া উপজেলার আমির মাওলানা হাসান মুরাদ, চুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রফিক, পোমরা ইউনিয়নের সহ-সভাপতি দিদারুল আলম। সমাপনী বক্তব্য দেন অধ্যাপক জসিম উদ্দিন। ইসলামী সঙ্গীত ও দারসুল কুরআন পড়েন মাওলানা মো. শওকত এবং তেলাওয়াত করেন কুতুব উদ্দিন। উপস্থিত পর্যালোচনা করেন ইউনিট সভাপতিগণ। পরে পোমরা ইউনিয়ন জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে নব নির্বাচিত নেতৃবৃন্দ হলেন- পোমরা ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি অধ্যাপক মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি দিদারুল আলম, সেক্রেটারি মো. আমজাদ হোসেন, সহ সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. সাইয়েদ শরীফ, সহ বায়তুল মাল সম্পাদক মো. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. রেজাউল করিম, সহ সাংগঠনিক সম্পাদক এস এম গোফরান, প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন বাদশা, ওলামা মাশায়েক সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ হিরু, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আবুল বশর, সহ প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. শামশুদ্দোহা, তালিমুল কুরআন প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মো. ইউনুছ প্রমুখ।