রাঙ্গুনিয়ায় জাটকা ইলিশ ধরা বন্ধে অভিযান ও প্রচারণা

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

প্রতি বছরের মতো চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামি বছরের ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি’র ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষেধ করেছে সরকার। নিষেধকালীন সময়ে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছের আড়ৎ, বিভিন্ন হাটবাজারে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এসব স্থানে ব্যানার টাঙিয়ে এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা কাজ চালানো হচ্ছে। পাশাপাশি মাছ ব্যবসায়ীদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে এবং নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
মনিটরিং কার্যক্রম ও অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, ফিল্ড অ্যাসিসট্যান্ট মো. ওবাইদুল হক, অফিস সহকারী মো. পারভেজ আলী।