রাঙ্গুনিয়ায় জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

7

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা ১২ জুলাই বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক শিক্ষক প্রদীপ কুমার নন্দীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গৌতম পালিত টিক্লু। স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সদস্য সচিব সমীর মহাজন। জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ নেতা প্রনব কুমার দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা আ.লীগের সদস্য শৈবাল চক্রবর্তী, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, হোছনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম বরণ সুশীল, উপজেলা জয়রাম পরিষদ’র সভাপতি বিধান বিশ্বাস, রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ’র সাবেক সভাপতি বিজয় কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার সেন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বানীতোষ সাহা ভাস্কর, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক তপন দত্ত প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটারদের গোপন ভোটে রাঙ্গুনিয়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি নির্বাচিত হন শিক্ষক অমলেন্দু ধর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানিক কান্তি দাশ।