রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাবেদ ওমরকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করেছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হোসেন মির্জা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি। প্রসঙ্গত, জাবেদ ওমর পশ্চিম খুরিশিয়া ৬নং ওয়ার্ড নিবাসী ছালে আহমদের পুত্র।