রাঙ্গুনিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রাঙ্গুনিয়ার বিভিন্ন কলেজে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সকালে রাঙ্গুনিয়া সরকারি কলেজে সদস্য সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ভিপি আনছুর উদ্দিন, সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহ সভাপতি ফারুকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. ইমরান প্রমুখ। এসময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম এবং কলম বিতরণ করা হয়। কার্যক্রমে চট্টগ্রাম উত্তর জেলা, রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন, কলেজ, পৌরসভা, কলেজ ছাত্রদলের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।