রাঙ্গুনিয়ায় গাউসিয়া কমিটির হোসাইনী কনফারেন্স

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড মধ্যম নোয়াগাঁও শাখার আয়োজনে হোসাইনি কনফারেন্স মধ্যম নোয়াগাঁও গাউছুল আজম বাগদাদী জামে মসজিদ মাঠে ৩ জুলাই রাতে অনুষ্ঠিত হয়েছে। মধ্যম নোয়াগাঁও গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ মুফিজুল হকের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন মসজিদ খতিব মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ইসমাইল হোসেন তালুকদার। ধর্মীয় আলোচক ছিলেন- মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী এবং মাওলানা মুহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মধ্যম নোয়াগাঁও গাউসিয়া কমিটির উপদেষ্টা নুরুল হুদা, পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল সবুর, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমদ, সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি আবদুস সালাম, রমিজ আহমদ, সফিউল আলম, আবুল কালাম সওদাগর, নুরুল আলম, মো. জাহেদ হোসেন, মো. রহমত, মো. মঞ্জু, আবুল বয়ান প্রমুখ। পবিত্র সুলতানে কারবালা স্মরণে এবং আবদুর রহমান চৌহরভী (রহ.), হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.), হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরশ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। শেষে মিলাদ, ক্বিয়াম ও শুরুতে নাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ জিয়াউল হক আল কাদেরী। এতে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।