রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “এস.এস. ২০০০ ফ্রেন্ডস গ্রুপ” এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ বিকালে রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোরশেদ কামাল তালুকদার। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং অভিভাবক নূর মোহাম্মদ।
সংগঠনের সাবেক সভাপতি কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি জাশেদুল ইসলাম, ক্ষেত্রবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আবু তাহের মাস্টার, মোহাম্মদ হাসান, শিমুল কুমার শীল, শফিউল ইসলাম, মঞ্জুরুল আলম তালুকদার প্রমুখ। শেষে প্রতি প্যাকেটে ১৫ কেজি সমপরিমাণ উপহার সামগ্রী ২০০ জন মানুষের মাঝে বিতরণ করা হয়।
২০২০ সালে এসএস ২০০০ ফ্রেন্ডস গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে গত ৫ বছর ধরে নিয়মিত এই ধরনের সহায়তা করা হচ্ছে। এছাড়া অসুস্থ রোগীদের সহায়তা, দুর্যোগকালীন অনুদান, ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।