রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ৩ ঘর

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি বসতঘর এবং একটি খড়ের গাদা। গতকাল দুপুরের দিকে উপজেলার ইসলামপুর ও বেতাগী ইউনিয়নে পৃথক এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাউখালী ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইসলামপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুরের সাহেব নগর টিলাপাড়া নামক স্থানে আগুনের ঘটনা ঘটে। এতে স্থানীয় মো. রাশেদ, মো. জাহাঙ্গীর ও মো. ছরোয়ারের টিন ও বেড়ার তৈরি তিনটি বসতঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে প্রথমদিকে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পরে কাউখালী ফায়ার সার্ভিসকর্মীরা এলে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে মো. হাকিম ও নিজাম উদ্দিন নামে স্থানীয় দুই ব্যক্তি আহত হন। অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জাহেদুর রহমান জানান, বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুনগুণিয়া এলাকায় মো. কামাল নামে এক ব্যক্তির খড়ের গাদা পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। ইসলামপুরের অগ্নিকান্ডে কাউখালী ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করেছেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।