রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা ৩নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম মো. গিয়াস উদ্দিন (২১)। তিনি পূর্ব কোদালা ধোপাঘাট মুন্সি বাড়ি এলাকার মো. নাছের উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে তাকে তার বাড়ির দৌচালা টিনের ঘরের ভেতর থেকে অস্ত্রসহ ধরা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল আকৃতির ১টি দেশে তৈরি পাইপগান, ১টি বিদেশি কিরিচ, ৩টি লম্বা ছুরি, ২টি দা, ১টি এসএস পাইপের তৈরি লাঠি ও ১টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।











