রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারি উপলক্ষে উপজেলা ও পৌরসভা কমিটির অবহিতকরণ সভা মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুুদুল হাসান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মধুলিনা মৌ দত্ত, জুনিয়র পরিসংখ্যান সহকারী মো. জাবেদ হোসেন প্রমুখ। আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর অর্থনৈতিক শুমারির কার্যক্রম চলবে।