রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯ নম্বর ওয়ার্ডে ১৬জুন বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুপ কামাল, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকুব হাসান মাসুদ, এবিএম সাইফুদ্দিন, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, ইসলামপুরের সভাপতি আব্দুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, নাজিম উদ্দিন, মাসুদ চৌধুরী জেলা ছাত্রদলের নেতা রেজাউল করিম, জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু মনসুর, যুগ্ম আহবায়ক ইউনুচ মিয়া, আবুল হাশেম, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন লিটন, বখতিয়ার উদ্দিন, আইয়ুব আলী সওদাগর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেমসহ নেতৃবৃন্দ।
রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ মুছা, কৃষক জসিম, ট্রাক ড্রাইভার রহিম, সিএনজি চালক রুবেলের বসতবাড়ি গত ১৪জুন বিকাল সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডে পুড়ে যায়। এর পর থেকে মানবেতর জীবনযাপন করছেন পরিবারগুলো। এমন পরিস্থিতি দেখে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীর উদ্যোগে রাজানগর ইসলামপুর বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।