রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

1

ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ আলমগীর। সহকারী শিক্ষক সুলতান মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় দাতা সদস্য ইউসুফ চৌধুরী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম ও অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য রাখেন বিপ্লব দে। শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, সিনিয়র সহকারী শিক্ষক মো. আজিজ উল্লাহ শরিফুল ইসলাম এবং মো. আলমগীর। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনজনের সমন্বয়ে প্রচেষ্টা চালাতে হবে। এই বিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য অভিভাবকদের নিকট তিনি সহযোগিতা কামনা করেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিজ্ঞপ্তি