রাঙামাটি সদরের নিম্নাঞ্চল প্লাবিত

5

রাঙামাটি প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বাঘাইছড়ি, লংগদু ও বরকল উপজেলা থেকে নেমে আসা ঢলে জেলা সদরের বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১০/১২ দিনের বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদ ভরে গেছে। এতে জেলা সদরের বেশ কিছু নি¤œাঞ্চল ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ।
সদর উপজেলার আসামবস্তী সড়ক, আসামবস্তী, লম্বিনী, রিজার্ভ বাজার, তবলছড়ি, হ্যাচারি পাড়া, নতুন মুসলিম পাড়া, শান্তি নগর, লিচু বাগান, শরিয়ত পুর, ইসলামপুর, পর্যটন এলাকা, বালুখালী, বন্দুকভাংগাসহ আরো বেশকিছু এলকার নিন্মঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের কবলে পড়েছে ফিশারি বাঁধ। এ এলাকার লোকজন পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকের অভিযোগ, তাদের কোন খোঁজ-খবর নিচ্ছে না স্থানীয় প্রশাসন। অনেকে বাড়িঘর ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা অনেকেই কোন খাদ্য সহায়তা বা ত্রাণ সামগ্রী পাননি। এদিকে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ প্রতিদিন থেমে থেমে বাঁধের পানি ছাড়ছে। তবে অতি বৃষ্টিপাত হওয়ার কারণে প্রতিদিনই হ্রদের পানি বাড়ছে। গতকাল বুধবার সকাল থেকে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টি হয়। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে হ্রদের পানি আরও বাড়তে পারে।
রাঙামাটি সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে দেড় মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ৯শ’ জনকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে।