রাঙামাটি রেড ক্রিসেন্টের বিশেষ সাধারণ সভা ও কার্যকরী কমিটির নির্বাচন

1

রাঙামাটি প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে প্রথম অধিবেশনে ভাইস চেয়ারম্যান এস এম শফিউল আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল। এসময় এডহক কমিটির সদস্যদের পাশাপাশি আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার নিজাম উদ্দিন, সদস্য সচিব ইউএলও মঈনুল ইসলাম পলাশ, নির্বাচন কমিশনার- জসিম উদ্দিন ও কামাল হোসেন নির্বাচন পরিচালনা করেন। এতে আবারো ভাইস চেয়ারম্যান পদে এস এম শফিউল আজম ও সেক্রেটারি পদে সাইফুল ইসলাম শাকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্যপদে মনোয়ারা বেগম, গঙ্গা মানিক চাকমা, হারুন আর রশিদ, আব্দুল আহাদ ও মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।