রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করে। মঙ্গলবার দুপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে জেলা ছাত্রদল সভাপতি সাব্বির আহমেদ ফারুকের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ-সভাপতি মোঃ কাজী জিয়া উদ্দিন বাসেত।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীর চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথচলা শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় আজকের এই যাত্রা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের ছায়াতলে থেকে আগামী দিনের সুষ্ঠু ছাত্র রাজনীতি ও আগামী বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন সন্ত্রাসী ছাত্র রাজনীতি দল নয়। এটি একটি সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি দল। ছাত্রদল জনগণের দল।
ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে আপোষহীন একটি রাজনৈতিক দল। শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি,অস্ত্রবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে অপরিসীম ভূমিকা রাখবে। বিগত দিনে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতি দেখেছেন। ছাত্রলীগ বিগত ১৬ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। তাই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করবে এই প্রত্যাশা করছি। ছাত্রদল আগামীতে এদেশের হাল ধরবে। তারা ছাত্রদলের শান্তি,সম্প্রীতি ও প্রগতি ৩২ টি দফার কথা তুলে ধরে।
আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্র সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ জেলা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা।