রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

1

রাঙামাটি প্রতিনিধি

অবশেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। গত প্রায় ৩ মাস ধরে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এবং সিনিয়র সহকারি সচিব এএসএম কাসেমের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় আইন ২০০১ এর(১) ধারা অনুসারে নিয়োগ পাওয়া নতুন ভিসির নাম ড. মো. আতিয়ার রহমান। তিনি ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবেও কাজ করছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে বিগত জুলাই বিপ্লবের পরে গত ৫ আগস্টের পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসি’র পদটি শূন্য হয়ে যায়। এরপর থেকে ভিসি ছাড়াই বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম চলছিল। ভিসি নিয়াগে দীর্ঘসূত্রিতার কারণে বিশ্ববিদ্যালয়ে নানান জটিলতা সৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে। দীর্ঘ ৫ মাস পর অবশেষে নতুন ভিসি পেল শিক্ষার্থীরা।
গত কয়েক দিন আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ভিসি নিয়োগে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখে এবং জেলা প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ভিসি নিয়োগ দেওয়া হলো।