রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট।
একই সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতী রঞ্জন খীসা ও রাঙাবী তঞ্চঙ্গাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন।
গতকাল রবিবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে প্রতিনিধি না নেওয়া, এক সম্প্রদায় থেকে নিয়ে অন্য সম্প্রদায় বলা, হত্যা মামলার আসামিকে এবং একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এরই প্রতিবাদে রাঙামাটির জুড়াছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী উপজেলার জনসাধারণ মিছিল-মিটিং ও স্মারকলিপি পেশ করে তাদের দাবি জানিয়ে আসছিলো।
পরবর্তীতে এ চার উপজেলাবাসীর পক্ষে এ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা হাইকোর্টে রিট করলে গতকাল রবিবার হাইকোর্ট থেকে এ আদেশ প্রদান করা হয়।
রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন হাইকোট বিভাগের আইনজীবী মো. সুলতাল উদ্দিন, নিবোলাস চাকমা, রতন কুমার।