বাংলাদেশ বৌদ্ধ সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, উপমহাদেশের প্রাচীনতম বৌদ্ধ সমাজ সদ্ধর্মের আর্থ-সামাজিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতির পথচলা শুরু হয় ১৮৮৭ খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠার শুরু থেকে আজও সমাজ ও জাতীয় উন্নয়নে অগ্রণী ভ‚মিকা পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশি বৌদ্ধদের প্রাণের সংগঠন হিসেবে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। বক্তারা বলেন, বৌদ্ধ অধ্যুষিত চট্টগ্রামসহ দেশে-বিদেশে বহুসংখ্যক স্থানে সমিতির কার্যক্রম চলমান রয়েছে। ২০২৫ সালে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা শাখার অভিষেক সম্মেলনের মাধ্যমে বৌদ্ধ সমিতির পরিসর আরো সুবিস্তৃত হলো।
গত শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা। নবনির্বাচিত সভাপতি শিক্ষবিদ সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে অভিষেকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারমান অজিত রঞ্জন বড়ুয়া। উদ্বোধক ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন অদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসটিসির প্রাক্তন ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, ব্যবসায়ী নৃপতি রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফরেস্ট রিসার্চ অফিসার (অব.) অরুন কুমার বড়ুয়া দেবু, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অব.) রিটন কুমার বড়ুয়া, সংগঠক সরোজ কুমার বড়ুয়া, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া, সংগঠক (কক্সবাজার) পরিমল বড়ুয়া, সংগঠক বিকাশ কান্তি বড়ুয়া, ব্যাংকার রঞ্জন বড়ুয়া, রোটারিয়ান সপু বড়ুয়া, ড. সৌমেন বড়ুয়া, ব্যাংকার সুমন কান্তি বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, লায়ন রণি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির রাঙামাটি জেলা শাখার পক্ষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশীষ কুমার বড়ুয়া, প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি উদয়ন বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি