রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী রিপোটিং প্রশিক্ষণ

22

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তিন দিনব্যাপী অনুসন্ধানী রিপোটিং প্রশিক্ষণ গত শুক্রবার সমাপ্ত হয়েছে। গত ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়ে গত ২৫ অক্টোবর শুক্রবার বিকালে সমাপ্ত হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে দুটি পর্বে ৩০ জন করে মোট ৬০ জন সাংবাদিক এই অনুসন্ধানীমূলক রিপোটিং প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। এদের প্রথম পর্বের ৩০ জনের মধ্যে শুক্রবার শেষ হবে এবং দ্বিতীয় পর্বে ৩০ জনের প্রশিক্ষণ ২৭ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর শেষ হবে। প্রথম পর্বে ও শেষ পর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ২৯৯নং সংসদীয় আসন দীপংকর তালুকদার এমপি ও সভা প্রধান হিসেবে উপস্থিত থাকবেন জাফর ওয়াজেদ মহাপরিচালক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম বলেন, রাঙামাটি জেলায়কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানীমূলক রিপোটিং এর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা এবং অজানা বিষয়গুলো জানানো। প্রশিক্ষণার্থীদের সাংবাদিকতার প্রশিক্ষণ অনুসন্ধানীমূলক রিপোটিং এর মৌলিক বিষয় সম্পর্কে অবহিত করা। কর্মশালার পদ্ধতি ছিল,বক্তব্য প্রদান,পাওয়ার পয়েন্ট উপস্থাপন, অভিমত গ্রহন ও মক সেশন পরিচালনা করা। এ প্রশিক্ষণের লক্ষমাত্রা হলো কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা ও মানসম্পন্ন অনুসন্ধানীমূলক প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করা। অনুসন্ধানী প্রতিবেদন তৈরীতে আগ্রহী করে তোলা। প্রশিক্ষণার্থীদের মধ্যে তিন দিনের রিসোর্সপার্সন ছিলেন,জুলফিকার আলি মাণিক,পরিকল্পনা পরামর্শক, বৈশাখী টিভি ও প্রদায়ক, নিউইয়র্ক টাইমস।