রাঙামাটি প্রতিনিধি
জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহরের রাজবাড়ীর গ্রান্ড মাস্টার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদের রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক সাবেক জজ ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
প্রধান অতিথি বলেন, বিএনপিকে বিপদে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে। সে জন্য বিএনপি পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভ‚ট্টো, এড, সাইফুল ইসলাম পনির, আব্দুস সবুর, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জিয়া পরিষদের যু. সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল চাকমা। আব্দুর রশিদ, শরীফুল ইসলাম, আহসান হাবিব,মহি উদ্দিন আহমেদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম আবুল বাশার, জিয়া পরিষদ ঢাকা ও চট্টগ্রামের পিএলসি সোনালী ব্যাংক নেতৃবৃন্দ এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জিয়া পরিষদ রাঙামাটি ও খাগড়াছড়ি জিয়া পরিষদের সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি সাধন বিকাশ চাকমা, জিয়া পরিষদ নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও জিয়া পরিষদের সভাপতি মানস মুকুল চাকমা।
বক্তারা বলেন, গত ১৬বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট সোনালী ব্যাংক কর্মকর্তারা বিএনপিপন্থী সোনালী ব্যাংক কর্মকর্তাদের বিভিন্ন ভাবে হয়রানিসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। বিগত দিনে সোনালী ব্যাংকে যে সকল বিএনপিপন্থী কর্মকর্তারা বঞ্চিত হয়েছে তাদেরকে এই আমলে সকল সুযোগ সুবিধা প্রদানে সোনালী ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহবান জানান।











