রাঙামাটি প্রতিনিধি
ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে ৪৯তম কঠিন চীবর দান উৎসব। বৃহস্পতিবার শুরু হওয়া বৌদ্ধ স¤প্রদায়ের দুদিনব্যাপী এ কঠিন চীবর দানোৎসব শুক্রবার সন্ধ্যায় প্রদীপ পূজার মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে লাখো পুণ্যার্থীর সমাগম ঘটে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। সকালে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, পিন্ডদান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধমূর্তিদান, অষ্টপরিষ্কারদান, হাজারবাতিদান, সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়। দুপুরে রাজবন বিহার এলাকাজুড়ে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি কঠিনচীবর ও কল্পতরু শোভাযাত্রা প্রদক্ষিণ করেন পুণ্যার্থীরা। এরপর রাজবন বিহারের উত্তর মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠান। এতে ২৪ ঘণ্টায় তৈরি কঠিন চীবরদান উৎসর্গ, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি, হাজারবাতিসহ নানাবিধ দান, মঙ্গলসূত্র পাঠ ও সদ্ধর্ম দেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জনসংহতি সমিতির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহসহ শীর্ষস্থানীয় ব্যক্তি উপস্থিতি ছিলেন। স্বাগত বক্তব্য দেন রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খীসা। অনুষ্ঠানে কয়েকশ’ বৌদ্ধভিক্ষু উপস্থিত ছিলেন। এ সময় সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে সদ্ধর্ম দেশনা দেন রাজবন বিহার আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ জৈষ্ঠ বৌদ্ধভিক্ষুরা। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রদীপ পূজা।











