রাঙামাটিতে ৩ দিনে ৮০ জনকে কামড়েছে কুকুর

3

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা শহরের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ৮০ জন। গত ২-৩ দিনে শহরের বিভিন্ন এলাকায় শিশু, বৃদ্ধ ও কিশোর কিশোরীরা কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার এই খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘ দিন ধরে রাঙামাটি পৌরসভা এলাকায় প্রচুর পরিমানে কুকুর রাস্তা-ঘাটে দেখা গেছে। শহরের প্রতিটি অলিগলিতে এসব কুকুর দল বেঁধে ঘুরাঘুরি করছে। কিন্তু পৌরসভা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় এমনটি ঘটছে বলে অভিযোগ পৌরবাসীর।
রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর জানান, এসময় কুকুর দ্বারা মানুষ আক্রান্ত হয়ে থাকে। এই সংখ্যা খুবই কম। কিন্তু গত ২-৩ দিনে এতোগুলো মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন যা কল্পনাতীত। ৮০ জনকে কুকুর কামড় দিয়েছে। আক্রান্তরা সবাই সরকারিভাবে ভ্যাকসিন পেয়েছে। তবে আমরা আরো একটু সচেতন হলে এধরনের ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে। সবাই শিশুদের সাবধানে রাখবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বিষয়টি আমি অবগত আছি। এব্যাপারে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করেছি। পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানাকে কুকুরের ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা মুঠো ফোনে বলেন, আমি ছুটিতে আছি। তবে বিষয়টি আমরা অবগত। যারা আক্রান্ত হয়েছে সবাই ভ্যাকসিন পেয়েছে। আরও ভ্যাকসিন অর্ডার দেওয়া হয়েছে।