এম. কামাল উদ্দিন, রাঙামাটি
সাফ জয়ী পাহাড়ের তিন নারী ফুটবলারকে জমকালো সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসনসহ ৪ সরকারি-বেসরকারি সংস্থা। শনিবার সকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪ এ জয়ী পাহাড়ের তিন নারী রুপনা, ঋতুপর্ণা এবং মনিকাকে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে সকাল সাড়ে ১০টায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদের বরণ করে পর্যটন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে পাহাড়ের সাফ ৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার,পুলিশ সুপার এস এম ড. ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) নাসরিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রয়েছে রাঙামাটি রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, জেলা পুলিশ প্রশাসন, রাঙামাটি পৌরসভাসহ রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবর্ধনাকে আরো প্রাণবন্ত করতে পাহাড়ি শিল্পীদের গান ও নাচে সাজানো হয়েছে বিশাল মঞ্চ ও আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, সাফ ৩ নারীকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা ও জন প্রতি ৩লক্ষ ৫০হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে হতে জনপ্রতি ১লক্ষ, রাঙামাটি রিজিয়নের পক্ষ হতে জনপ্রতি ১লক্ষ, জেলা পরিষদের পক্ষ হতে জনপ্রতি ১লক্ষ টাকা ও রাঙামাটি পৌরসভার পক্ষ হতে জনপ্রতি ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও এই তিন সাফ জয়ী নারীর বাড়ি-ঘর রাস্তা-ঘাট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রæতি দেন প্রশাসনের কর্মকর্তারা। জেলা ক্রীড়া সংস্থা সাফ জয়ী ৩ নারীকে পরে জনপ্রতি ৫০হাজার টাকা দেবে বলে সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়।