রাঙামাটিতে রোগীদের করোনা পরীক্ষা কার্যক্রম শুরু

0

রাঙামাটি প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তর দিক নির্দেশনা মেনে সন্দেহভাজন রোগীদের করোনা টেস্ট করা হচ্ছে। রাঙামাটি জেলায় নতুন করে কোন রোগীর শরীরে করোনা ধরা পড়েনি। বর্তমানে সারা দেশে ভয়াবহ করোনা ভাইরাস দেখা দিলে দেশের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সারা দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দিক নির্দেশনা জারি করেন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগে সচেতনতা বৃদ্ধি করা হয় দেশব্যাপী। কোভিড নিয়ে তোড়জোর শুরু হয় সারা দেশে।
রাঙামাটির সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা বলেন, যে সকল রোগীদের আমাদের সন্দেহ ওই সব রোগীদের আমরা করোনা পরীক্ষা করি। কোভিড পরীক্ষার জন্য র‌্যাপিড এন্টিজেন টেস্ট পরীক্ষাটি রাঙামাটি জেলা সদর জেনারেল হাসপাতালে চালু আছে। কীটের চাহিদা চেয়ে স্বাস্থ অধিদপ্তরে পত্র লেখা হয়েছে।
আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার শওকত আকবর বলেন, নতুন ভবনের দ্বিতীয় তলায় কোভিড রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হচ্ছে। নতুন করে করোনা টেস্ট করানো হচ্ছে। তবে করোনা রোগীদের জন্য অন্যান্য সকল ঔষধ পত্র মজুত আছে। এ পর্যন্ত নতুন করে রাঙামাটিতে কোন রোগীর শরীরে করোনা সনাক্ত হয়নি।