রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে বিশ্বজিৎ শীল সাগর নামে এক ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে সোমবার রাতে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।
তিনি জানান, বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায়। থাকতেন শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘাটায়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের সময়ে রাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের উপর নানা ধরনের অত্যাচারের অভিযোগ রয়েছে।
লংগদু হতে নানা সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট ও পতিত সরকারের আমলে এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তিনি।